- Shop
- প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন
প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন
ব্র্যাকের অভিযাত্রা
http://159.65.136.82/shop/9789845064767-17650 http://159.65.136.82/web/image/product.template/17650/image_1920?unique=90f5a49
| Language: Bangla |
Tags :
Book Info
১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে ব্র্যাক উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার এক নতুন পদ্ধতি প্রবর্তন করে। শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করা এ ধরনটি শুধু সর্বত্র সমাদৃত হয়নি, দ্রুত সম্প্রসারিতও হয়েছিল। তবে পর্যাপ্ত কাঠামোগত আয়োজনের অভাব এবং আর্থ-সামাজিক ও অঞ্চলগত বহু কারণে অনেক শিশু এ শিক্ষা-কার্যক্রমের বাইরে রয়ে যায়। গভীর অনুসন্ধান ও গবেষণার পর ব্র্যাক অনুধাবন করে, উপানুষ্ঠানিক শিক্ষার এ আয়োজন ‘সকল শিশুর’ চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দেয়, প্রান্তিক শিশুর শিক্ষার উদ্যোগে সংযোজিত হয় নবতর অধ্যায় ব্র্যাকের হাত ধরেই। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ব্র্যাকের নাম তাই একের পর এক উদ্ভাবন ও এগিয়ে যাওয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত। ব্র্যাক সিদ্ধান্তগ্রহণ করে কোনো শিশুকেই ‘বিদ্যালয়ের বাইরে না রাখার’ অর্থাৎ ‘বাদ যাবে না কেউ’—এ লক্ষ্য নিয়ে পরিচালিত ব্র্যাকের কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়েছে এ বইয়ে। শিখন পদ্ধতির উন্নয়নে ব্র্যাক শিক্ষা কর্মসূচির দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ বেশ কয়েকটি উদ্ভাবনী প্রচেষ্টার মূল চিত্র এতে আছে। বইটিতে চারটি প্রবন্ধ আছে, যা ব্র্যাক শিক্ষা কর্মসূচি থেকে সংকলিত। দেশের হাওর, চর ও উপকূলীয় এলাকার শিশুদের শিক্ষা-কার্যক্রমের সাথে যুক্ত করতে ‘শিক্ষাতরী’, ঝরে পড়া শিক্ষার্থীদের নতুন করে শিক্ষাগ্রহণে আগ্রহী করে তুলতে ‘ব্রিজ স্কুল’, কোভিড-১৯ পরবর্তী বাস্তবতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা-কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া মায়ানমারের শিশুদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা-কার্যক্রম নিয়ে ব্র্যাকের পরিচালিত কর্মসূচির অভিজ্ঞতালব্ধজ বিবরণ এ বই। ‘প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন: ব্র্যাকের অভিযাত্রা’ বইয়ের প্রতিটি প্রবন্ধের মূল বৈশিষ্ট্য হলো ‘প্রান্তিক শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিতকরণের’ মৌলিক প্রচেষ্টা। বাংলাদেশে মৌলিক শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতির ক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্র্যাকের অর্জনগুলো নিয়ে আগ্রহী শিক্ষার্থী-শিক্ষক, গবেষক, সংবাদকর্মী, অনুসন্ধিৎসু পাঠক ও উন্নয়নকর্মীরা এ বইটিতে একটা বিস্তারিত ধারণা পাবেন।
এম নজরুল ইসলাম
এম নজরুল ইসলাম বর্তমানে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে রোহিঙ্গা শিশুদের জন্য মিয়ানমারের ভাষায় পাঠ্যক্রম ভিত্তিক মৌলিক শিক্ষা প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত। ৩০ বছরের অধিক সময় যাবৎ তিনি বিভিন্ন শিক্ষাকার্যক্রমে অবদান রেখে চলেছেন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ফিলিপাইনে কর্মরত ছিলেন। ইউনির্ভাসিটি অব সিডনি, অস্ট্রেলিয়া থেকে শিক্ষা ব্যবস্থাপনা ও নেতৃত্বের উপর ডিগ্রিপ্রাপ্ত এবং ইউনিভার্সিটি অব সাউথ-ইর্ষ্টান ফিলিপাইন থেকে শিক্ষার উপর তিনি ডক্টরটে ডিগ্রি অর্জন করেন।
শফিকুল ইসলাম
ডক্টর শফিকুল ইসলাম আশির দশকের দ্বিতীয়ার্ধে ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে ‘রিসার্চ ইকোনমিস্ট’ হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী ৩৪ বছর সময়ে তিনি বিভিন্ন বিভাগে ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করেন। অবলোকন বিভাগ প্রতিষ্ঠায় ও অগ্রযাত্রায় তার ছিল বিশেষ অবদান। ২০২১ সালে তিনি শিক্ষা কর্মসূচির পরিচালক হিসাবে অবসর গ্রহণ করেন। শিক্ষা কর্মসূচির উন্নয়ন পরিকল্পনায়, কৌশল নির্ধারণ, এবং দেশে ও বিদেশে সম্প্রসারণে ছিলেন সারথির ভূমিকায় । জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি ব্র্যাকের প্রতিনিধিত্ব করেন। তার রয়েছে বেশকিছু প্রকাশিত প্রবন্ধ।
প্রফুল্ল চন্দ্র বর্মন
প্রফুল্ল চন্দ্র বর্মন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্য থেকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় ডিপ্লোমা এবং বাংলাদেশ থেকে এনজিও নেতৃত্ব এবং ব্যবস্থাপনা বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে ব্র্যাকে যোগদান করে অদ্যবধি শিক্ষা কর্মসূচিতে কর্মসূচি প্রধান হিসেবে কর্মরত আছেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি শিশু-কিশোরদের বিকাশ ও শিখন, কর্মসূচি উন্নয়ন, ব্যবস্থাপনা নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি অনেক দেশে শিক্ষা এবং শিখন উন্নয়নের ধারণা ও অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ প্রদান, কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করেন।
বি. এ. ওয়াহিদ নিউটন
বি, এ, ওয়াহিদ নিউটন বাংলাদেশে ICT4D এবং ICT in Education সেক্টরে একজন পরিচিত মুখ। কস্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে রয়েছে ১৫ বছরের অভিজ্ঞতা। দেশব্যপী কম্পিউটার শিক্ষায় দক্ষ জনবল তৈরিতেও নিয়েছেন নানা সফল উদ্যেগ ও দিয়েছেন বাস্তবায়নে নেতৃত্ব। এছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে শিক্ষায় আইসিটি ফ্রেমওর্য়াক, পলিসি প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন কমিটি ও ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কস্পিউটার বিজ্ঞানে স্নাতক ও এমবিএ ডিগ্রিধারী জনাব নিউটন একজন মাইক্রোসফ্ট ও ওরাকল সার্টিফাইড প্রফেশনাল।